মঞ্চ থেকে তালিবানি কায়দায় হুমকি, বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর । তালিবানি কায়দায় বিজেপিকে হুমকি। বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি।এলাকায় বিজেপি করলে বয়কট করে পতাকা ছিড়ে দেওয়ার নিদান। সাংসদকে পেটানোর হুশিয়ারি।তুমুল বিতর্কে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

মালদার মালতিপুর বিধানসভার এনায়েতনগরে ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ এবং বাংলা ভাষার অপমান নিয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। সেখানেই মঞ্চ থেকে ফের বিতর্কিত মন্তব্য রহিম বক্সীর। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষকে নাম না করে তিনি বলেন, যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশী রোহিঙ্গা বলছে তার গলায় এমন ভাবে অ্যাসিড ঢালবো যাতে কন্ঠ বন্ধ হয়ে যায়।বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক খুন হচ্ছে।এখানে যারা বিজেপি করছে প্রতিবাদ করছে না। তাই এলাকায় বিজেপি করা যাবে না। মানুষকে বলবো বয়কট করুন।বিজেপির পতাকা ছিড়ে দিন।এদিকে চাঁচল থানায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে ২৪ ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই কর্মসূচিকে অগণতান্ত্রিক বলে বিজেপি সাংসদকে বেড়া দিয়ে পেটানোর হুমকি দেন। যদিও তার এই ধরনের বিতর্কিত মন্তব্য নতুন নয়।যদিও নিজের মন্তব্যের স্বপক্ষে সংবাদ মাধ্যমের সামনে জেলা সভাপতির দাবি,”আমি কোন অগণতান্ত্রিক বক্তব্য রাখিনি।
এই নিয়ে পাল্টা তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতা অম্লান ভাদুড়ীর। তিনি বলেন আব্দুর রহিম বক্সি অসাংবিধানিক, অগণতান্ত্রিক কথা বলেছেন।