মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট অঞ্চলের ১২ নং জেড পি তথা ৫/৫৩ নং বুথের শক্তিপ্রমূখ দুলাল বর্মন বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করেন।
মঙ্গলবার দুপুরে মাথাভাঙ্গা ১ এ নং ব্লকের ব্লক সভাপতি মহেন্দ্র নাথ বর্মন এবং মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান এর নেতৃত্বে এদিনের এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজেপি ছেড়ে আসা দুলাল বর্মন এর হাতে দলীয় পতাকা তুলে দেন মাথাভাঙ্গা ১ ব্লক সভাপতি মহেন্দ্র নাথ বর্মন এবং মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান।

যোগদান প্রসঙ্গে ব্লক সভাপতি মহেন্দ্র নাথ বর্মন বলেন, বিজেপির অপশাসন,ধাপ্পাবাজ, ধর্মীয় বিভাজনের রাজনীতি তে অতিষ্ঠ হয়ে দুলাল বর্মন বিজেপি ত্যাগ করে তৃনমূলে যোগদান করলেন।
সদ্য বিজেপি ত্যাগ করে আসা দুলাল বর্মন বলেন, বিজেপির কার্যকর্তা হিসেবে দীর্ঘদিন ধরে বিজেপির দায়িত্বে ছিলাম।আজ উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য তৃনমূলে যোগদান করলাম।