বিজেপির মিছিলে তৃণমূলের বাঁধা দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো বক্সিরহাটে।
বিজেপিকে মিথ্যে মামলায় ফাঁসানো, বক্সিরহাট দলীয় কার্যালয়ে হামলা, কর্মী-সমর্থকদের মারধর ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে সোমবার বক্সিরহাটে বিক্ষোভ মিছিলের ডাক দেয় বিজেপি।
বিজেপির বিক্ষোভ মিছিল বানচাল করতে সেখানে সমবেত হতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিজেপির মিছিলের সময় দুপক্ষই কার্যত মুখোমুখি চলে আসে।

যাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে আগে থেকেই মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত তৃণমূলকে পুলিশ হাটিয়ে দিলে মিছিল করে বিজেপি। মিছিলে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ টিগ্গা, তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতি রাভা রায়, কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন। তৃণমূলের এই আচরণের এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্বরা।
তৃণমূল নেতা নিরঞ্জন সরকার এদিন বলেন, বিজেপির মিছিলকে বাঁধা দেওয়ার কোন প্রশ্নই ওঠে না। তৃণমূলের এদিল ঘোষিত কর্মসূচি ছিল বলে জানান তিনি।