ভারতীয় জনতা পার্টির শীতলকুচি বিধানসভার 3 নং মণ্ডলের তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হলো ।স্বাধীনতা দিবস প্রাক্কালে বিজেপি প্রতিটা অঞ্চলে জাতীয় পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রা কার্যক্রম নিয়েছে দেশ জুড়ে, । আজ শীতলকুচি বিধানসভার অন্তর্গত কেদারহাট অঞ্চলে কেদারহাট বাজারে তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেন চন্দ্র বর্মন মহাশয়, কোচবিহার জেলা সহ-সভাপতি মনোজ ঘোষ, মন্ডল সভাপতি লক্ষীকান্ত বর্মন সহ অন্যান্যরা।
