মাথাভাঙ্গা ২নং ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় বুধবার বিকেলে বিজেপির উদ্যোগে তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হল। এদিনের এই তেরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য অনিল মালাকার,বিজেপি নেতা উত্তম শীল,৩ নং মণ্ডলের সভাপতি বীরেন রায় সহ অন্যান্যরা।উপস্থিত নেতৃত্বরা জানান এদিন দলের তরফে এলাকায় তেরঙ্গা যাত্রা করা হলো।
