২১শে জুলাইয়ের প্রস্তুতি কর্মসূচি থেকে বিজেপির কোমর ভেঙে দেওয়ার নিদান। বিতর্কিত মন্তব্য নবনির্বাচিত জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতির।কংগ্রেস সিপিএমকে বিজেপির বি- টিম বলে দাবি। রাজনৈতিক দৈনদশায় ভুগছে তৃণমূল। নিজেদের কোমর ভেঙে বসে আছে কটাক্ষ বিজেপির। তৃণমূল বিজেপির পরিপূরক দাবি সিপিএমের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

মালদার রাজনীতিতে কু-কথা শাসক নেতার।কিছু দিন আগে ২১শে জুলাইয়ের একটি প্রস্তুতি সভা থেকে বিরোধী দলনেতার বাবা তুলে কদর্য্য আক্রমণ করে ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি।এবার বিতর্কিত মন্তব্য আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের নবনির্বাচিত জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের। চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভায় ২১শে জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মিছিল করা হয়।প্রথমে চাঁচলে যোগ দেন বিশ্বজিৎ। তারপর সেখান থেকে যায় হরিশ্চন্দ্রপুরে। হরিশ্চন্দ্রপুরে মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে বেলাগাম আক্রমণ করেন। তিনি বলেন শ্রমিক সংগঠনের কর্মীদের নিয়ে মানুষকে নিয়ে এমন ভাবে বিজেপির কোমর ভাঙবো আসন পাওয়া দূরের কথা আগামী ৫০ বছরে বিজেপি এই রাজ্যে জায়গা করতে পারবে না।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বজিৎ হালদার দাবি করেন এখানে কংগ্রেস এবং সিপিএম বিজেপির বি টিম হয়ে কাজ করছে।সাথে তার মন্তব্য নিয়ে সাফাই,”বিজেপি মিথ্যা কথা বলে ভাওতাবাজি করে মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আসতে চাইছে। মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আন্দোলনে নেমেছে।গণতান্ত্রিক ভাবে কোমড় ভাঙ্গা হবে।
এই মন্তব্য নিয়ে বিজেপির দাবি তৃণমূল রাজনৈতিক দৈনদশায় ভুগছে। কারণ ওই এলাকাগুলিতে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নিজেদের কোমড় ভেঙে বসে আছে।তাই আগে সেটা মেরামত করুক।তৃণমূলকে তোপ দেগেছে সিপিএমও। শুরু হয়েছে তরজা।