বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ও বাংলাভাষীদের উপর অন্যায় অত্যাচার চলছে তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলো মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের। শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে মালদা কলেজ থেকে একটি সুবিশাল কেন্দ্রের বিজেপির সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হয়, মিছিলটি কানির মোড় দিয়ে চারশোবিষ মোড় হয়ে রথবাড়ি হয়ে রথবাড়ি দিয়ে আবার মালদা কলেজ মাঠে শেষ হয়। প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস।
