বিএসএফ পরিচয়ে প্রতারণার চেষ্টা! অল্পের জন্য রক্ষা পেলেন জলপাইগুড়ির যুবক। বিএসএফ পরিচয় দিয়ে প্রতারণার ছক ফাঁস হল। অল্পের জন্য প্রতারণার হাত থেকে রক্ষা পান পূর্ব অরবিন্দ নগরের বাসিন্দা ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী পিঙ্কু সেন। ঘটনাটি নিয়ে তিনি আজ জলপাইগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, এক অপরিচিত ব্যক্তি নিজেকে রানীনগর বিএসএফ ক্যাম্পে কর্মরত বলে পরিচয় দেন। তিনি জানান, ক্যাম্পে একটি অনুষ্ঠানের জন্য সাউন্ড সিস্টেম ভাড়া দরকার।

আলোচনার পর ভাড়া ঠিক হয় ১৮ হাজার টাকা। সেইমতো এদিন দুটি গাড়িতে সরঞ্জাম নিয়ে পিঙ্কু সেন নির্ধারিত স্থানে পৌঁছলে জানতে পারেন ওই নামে কোনও বিএসএফ কর্মী সেখানে নেই। এরপর ওই ব্যক্তি পিঙ্কুর ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন সংক্রান্ত খোঁজখবর নিতে শুরু করেন। তখনই তিনি প্রতারণার উদ্দেশ্য বুঝতে পারেন। অভিযোগকারীর দাবি, অভিযুক্ত ব্যক্তি নিজেকে অনিল কুম্বলে নামে পরিচয় দিয়েছিলেন এবং ভিডিও কলের মাধ্যমে যোগাযোগেরও চেষ্টা করেছিলেন। পিঙ্কু সেন বলেন, “অল্পের জন্য প্রতারণার হাত থেকে বাঁচলাম। বিষয়টি আমি সঙ্গে সঙ্গে সাইবার থানায় জানিয়েছি। অন্য কাউকে যাতে ভবিষ্যতে এরকম প্রতারণার শিকার না হতে হয়, তার অনুরোধ জানাচ্ছি।” অভিযোগ খতিয়ে দেখছে সাইবার থানার পুলিশ।