ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। শুক্রবার রাতে প্রসূতি বিভাগে ইনজেকশন দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ৮-১০ জন প্রসূতি। অভিযোগ, ইনজেকশন দেওয়ার পর কাঁপুনি, শ্বাসকষ্ট ও অস্বস্তিতে ভোগেন তাঁরা।
এক প্রসূতির স্বামী বলেন, ইনজেকশন দেওয়ার পর সবাই একে একে অসুস্থ হয়ে পড়ে, প্রতিবাদ করায় আমাদের বের করে দেওয়া হয়। ঘটনার পরই হাসপাতালে ছুটে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুদীপ দাস, বিভিন্ন বিভাগের চিকিৎসকরা ও বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশবাহিনী। দু’জন প্রসূতিকে রাতেই সিসিইউতে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।