সদ্য দায়িত্বপ্রাপ্ত বালুরঘাট শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মনি দাসের শারদীয়া পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা ছড়াল শহরে। রাজ্য নেতৃত্বের আস্থাভাজন হয়ে সংগঠনের গুরুদায়িত্ব পাওয়ার পর থেকেই মনি বাবু একের পর এক সামাজিক ও দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন। শারদ উৎসবকে সামনে রেখে শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে যুব তৃণমূলের পক্ষ থেকে শারদীয়া শুভেচ্ছা পোস্টার লাগানো হয়।

কিন্তু এদিন সন্ধ্যায় দেখা যায়, হঠাৎই কিছু অজ্ঞাত দুষ্কৃতী সেই সব পোস্টার ছিঁড়ে ফেলেছে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে শহর যুব তৃণমূল সভাপতি মনি দাস বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বিরোধী রাজনৈতিক শক্তিই ইচ্ছাকৃতভাবে এই নিন্দনীয় কাজ করেছে। মনি দাসের কথায়, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে আমাদের ক্রমবর্ধমান শক্তিকে বিরোধীরা মেনে নিতে পারছে না। তাই এভাবে নিন্দনীয় কাজ করে চলেছে। তিনি কড়া ভাষায় সতর্ক করে জানান, “এমন দুষ্কৃতিমূলক কাজ আমরা মেনে নেব না।” ঘটনায় এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।