সারা ভারত কৃষক সভার ডাকে এবং দক্ষিণ দিনাজপুর জেলার কৃষক সভার সদস্যরা কৃষকদের ন্যায্য দাবি ও সমস্যার কথা তুলে ধরে এবং আগামী ৯ জুলাই সারা ভারত ধর্মঘটে সামিল হওয়ার জন্য বালুরঘাট বিডিও অফিসে একটি বিক্ষোভ সমাবেশে সামিল হন।
তাদের বিভিন্ন দাবি গুলির মধ্যে রয়েছে ১০০ দিনের পরিবর্তে ২০০ দিনের কাজ চালু ও প্রতিদিন ৬০০ টাকা, আবাস যোজনা প্রকল্পে সকল গরিব মানুষকে ঘর প্রদান, শ্রম কোড বাতিল, কৃষকদের ফসলের ন্যায্য দাম ইত্যাদি দাবিতে এদিন বালুরঘাট বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি এবং ৯ জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করার জন্য এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়।

এছাড়া অন্যান্য দাবি গুলির মধ্যে ছিল সরকারি ক্রয়কেন্দ্র চালু করে ন্যায্য দামে ধান ক্রয় নিশ্চিত করতে হবে, কিষাণ মান্ডি ও কৃষি বিপণন দপ্তরকে সক্রিয় করে ধান সংগ্রহের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, সমস্ত কৃষককে কৃষি সহায়তায় চাষের জমির রেকর্ড ছাড়াও কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা দিতে হবে। তাছাড়া কৃষকদের স্বার্থে ৯ জুলাই-এর কর্মসূচি সফল করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।
উক্ত কর্মসূচি সফল করতে এবং কৃষকদের অধিকার আদায়ে গণসংগ্রাম গড়ে তোলার জন্য কৃষক সভার পক্ষ থেকে প্রত্যেকটি সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। উপস্থিত সকল কৃষককে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে।