শনিবার বালুরঘাট পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকা পরিদর্শন করলেন বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী ,এলাকার বাসিন্দারা বিধায়ককে কাছে পেয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন এদিন । বালুরঘাট পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকায় নিকাশি নালার সমস্যা থাকায় এলাকার বাসিন্দাদের জলব্ধতার সমস্যার সম্মুখীন হতে হয়।

এদিন বাসিন্দাদের সমস্যার কথা শোনার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। এদিন বিধায়ক জানান এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা জলব্ধতা। এলাকায় নিকাশি নালার সমস্যা থাকায় বৃষ্টির জল বেড় হয় না। তাদের এই সমস্যা সমাধান করতে পারে পৌরসভা। তাদের ড্যানিকে সমর্থন করেন বিধায়ক।