দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক সমিতির ডাকে বুধবার বালুরঘাটে কৃষি দপ্তরে ডেপুটেশন কর্মসূচি ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ইউরিয়া ও অন্যান্য কৃষি সামগ্রী নিয়ে কালোবাজারির অভিযোগে এদিন কৃষকরা বিক্ষোভে ফেটে পড়েন।
কৃষকদের অভিযোগ, ১১০০ টাকার ইউরিয়া তাঁদের ১৮০০ টাকা ছাড়া দেওয়া হচ্ছে না। প্রশাসনের একাংশের সঙ্গে যোগসাজশে এই কালোবাজারি চলছে বলে সরব চাষিরা। তাঁদের দাবি, স্যারের মদতেই এই দুর্নীতি দিনের পর দিন চলেছে। এর জেরে চাষবাসে চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের।

ডেপুটেশন দিতে আসার সময় কৃষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি চরমে ওঠে। তবে পুলিশ ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়। পরে কৃষকদের পক্ষ থেকে লিখিতভাবে ডেপুটেশন গ্রহণ করে কৃষি দপ্তর।ঘটনা ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।