বালুঘাটে ত্রাণ সংগ্রহ অভিযানে নামল বিজেপি। বালুঘাটের বাজার এলাকা থেকে ত্রাণ সংগ্রহ শুরু করলো বিজেপি। একত্রিত করে ত্রাণ পাঠানো হবে উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায়। বৃহস্পতিবার শহরের বিশ্বাস পাড়া এলাকায় বিভিন্ন দোকানে মুক্ত হস্তে দান করুন বাক্স নিয়ে হাজির হন বিজেপি নেতাকর্মীরা। যেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সম্পাদক বাপি সরকার সহ একাধিক নেতৃত্ব। এদিনের কর্মসূচির প্রথম সারিতে বিশেষভাবে ছিলেন দলের মহিলা সদস্যরা।

স্বরূপ চৌধুরী বলেন, ‘জেলা কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা বিভিন্ন ব্যবসায়ী ও দোকানির কাছে গিয়ে সাহায্যের আবেদন জানাব। তারা ইচ্ছেমতো দান বাক্সে অর্থ দেবেন। তার সঙ্গে আমাদের কিছু অর্থ সংযুক্ত করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এর ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষদের পাঠানো হবে।