বুধবার উদ্ধার হল বাবা ও ৪ বছরের শিশু পুত্রের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর বাহীন গ্রাম পঞ্চায়েতের লহুজগ্রামে। মৃতরা হল আজিদুল আলি(২৪) ও তাঁর পুত্র সন্তান আলি হক(৪)। স্থানীয় সূত্রে খবর, সাংসারিক কলহের পর দিন দুই আগে আজিদুলের স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যান। এরপর এদিন সকালে আজিদুল ও তাঁর পুত্র সন্তানের একই ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিসের ও প্রতিবেশীদের প্রাথমিকভাবে অনুমান ছেলেকে ঝুলিয়ে দিয়ে খুন করে আজিদুল। তারপর নিজেও আত্মঘাতী হন আজিজুল। রায়গঞ্জ থানার পুলিস জানিয়েছে ঘটনার তদন্ত করা হচ্ছে।
