বাবা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাই ছেলের ফাইনাল বর্ষের রেজল্ট আটকে দিল কতৃপক্ষ।হুমকি অধ্যাপককে।গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের বিরুদ্ধে ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করলেন বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক।পাল্টা পরীক্ষা নিয়ামককে প্রাণনাশের হুমকি অধ্যাপকের বলে অভিযোগ।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এহেন কান্ড ঘিরে শুরু হয়েছে বিতর্ক।কিন্তু কেন এমন ঘটলো ? যা ঘিরে তোলপার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস! ঘটনার সূত্রপাত পরীক্ষার সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ ঘিরে। ছেলে পরীক্ষার্থীকে বাড়তি বিশেষ সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বাবা তথা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের বিরুদ্ধে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর ছাত্রটির বাবা অচিন্ত কুমার ব্যানার্জী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।আবার তিনিই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সাথে যুক্ত।আর তার জন্য ছেলে পরীক্ষার্থীকে বাড়তি বিশেষ সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠে অচিন্তবাবুর বিরুদ্ধে।পরীক্ষা সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ ঘিরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়মক বিশ্বরূপ সরকার ও অধ্যাপক অচিন্ত কুমার ব্যানার্জীর স্নায়ুযুদ্ধ শুরু হয়।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত স্নাতকোত্তের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় বিদ্যালয়ের অধ্যাপক অচিন্ত্য ব্যানার্জীর ছেলে অম্লান ব্যানার্জি পরীক্ষার্থী ছিলেন।অথচ এই পরীক্ষার বিভিন্ন দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক।ছেলে পরীক্ষার্থী রয়েছে জেনেও তিনি এই পরীক্ষা সংক্রান্ত বিষয় থেকে সরে আসেননি বলে অভিযোগ। অথচ বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী নিকট কোন আত্মীয় পরীক্ষা দিলেও কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে পরীক্ষা ব্যবস্থা থেকে অব্যাহতি নিতে হয় কিন্তু সেই ক্ষেত্রে ওই অধ্যাপক এমনটা করেনি বলে অভিযোগ। গত মঙ্গলবার ফলাফল প্রকাশিত হয়।অনিয়মের অভিযোগ উঠায় বাকিদের ফলাফল প্রকাশ করা হলেও অম্লান ব্যানার্জির ফলাফল প্রকাশ করা হয়নি।
পরীক্ষা নিয়মক বিশ্বরূপ সরকার দাবী অধ্যাপকের কোন ছেলে যদি পরীক্ষার্থী হয়। তবে পরীক্ষার সাথে সেই অধ্যাপক যুক্ত থাকতে পারে না।এক্ষেত্রে এমনটাই ঘটেছে। তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অধ্যাপক ছেলের ফাইনাল সেমিস্টারের ফল প্রকাশ না করে আটকে দেওয়া হয়েছে।এরপরই অধ্যাপক বাবা ক্ষিপ্ত হয়ে পরীক্ষা নিয়ামকের ঘরে ঢুকে তাকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পরীক্ষা নিয়ামকের।আর যা ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর অন্ধকারে ছাত্রের ভবিষ্যত।
যদিও এই বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অধ্যাপক অচিন্ত্য ব্যানার্জীর দাবি করেন তিনি কোন পরীক্ষার সংক্রান্ত নিয়ম ভঙ্গ করেননি। আগেই বিশ্ববিদ্যালয়কে মেইল করে বিষয়টি জানিয়েছিলেন তিনি।আর হুমকি দেওয়ার যে অভিযোগ উঠছে তা ভিত্তিহীন।পাশাপাশি ছেলের ওপর মানসিক নির্যাতনের অভিযোগ তুলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়মকের নামে ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন এই অধ্যাপক।
রাজ্য বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন,পশ্চিমবঙ্গে মধ্যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির একটা আঁতুঘর বলে পরিচিত।তৃণমূল মানে দুর্নীতি সিন্ডিকেট গুন্ডাগিরি,ধান্দাবাজি ,এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণা।শিক্ষাঙ্গানে যেখানে তৃণমূলের সংগঠনের সঙ্গে যারা যুক্ত থাকছেন তারাই শিক্ষাঙ্গনের দাপিয়ে বেড়াচ্ছেন গুন্ডাগিরি করছেন।আজকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটেছে এটা প্রমান হচ্ছে একজন অধ্যাপক তিনি আবার তৃণমূলের ওয়েব কুপা সংগঠনের সাধারণ সম্পাদক এবং তার ছেলেকে বিশেষ ভাবে সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ বিষয়টি সামনে আসতেই পরিক্ষা নিয়ামককে হুমকি দেওয়া হচ্ছে।আমরা এই ঘটনা থেকে ধিক্কার জানাই এবং এই অধ্যাপককে অবিলম্বে শাস্তি দেওয়া হোক।
তৃনমুল ছাত্র নেতা প্রসুন রায় বলেন, ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে কোন ছাত্রের ভবিষ্যত নষ্ট হোক বা ক্ষতিগ্রস্ত হোক তারা চায় না। বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট নিয়ম মেনে রেজাল্ট বেড় করা হোক।