DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

বান্ধবীর বাবার লালসার শিকার নাবালিকা মেয়ে, অভিযুক্তকে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ

এবার বান্ধবীর বাবার লালসার শিকার নাবালিকা মেয়ে। ঘটনায় দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের। শনিবার এই রায় দিয়েছেন বিচারক রিন্টু সুর।ঘটনার অভিযোগ দায়ের হয়েছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানায় গত ২০২৩ সালে। এদিন এই তথ্য দিয়ে সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত বলেন, নাবালিকা মেয়েটি তার বান্ধবীর বাড়িতে গেলে সেই বান্ধবীর বাবা বলপূর্বক তার সাথে তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক করে।

এই ঘটনার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি। মেয়েটির মা মেয়ের শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করেন এবং পরীক্ষার পর দেখা যায় সে তিন মাসের অন্তঃসত্ত্বা। পরে নাবালিকা জানায় যে, তার বান্ধবীর বাবাই তাকে জোর করে ধর্ষণ করেছে এবং এই কথা কাউকে না বলার জন্য ভয়ে দেখিয়েছে। রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং নির্দিষ্ট সময়ে চার্জশিট দাখিল করে। এদিন আদালতে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। এর পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে পাঁচ লক্ষ টাকা ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও নির্দেশ জারি করেছে আদালত।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নতুন খবর আবার পড়ুন

কোচবিহারে ধর্মঘট সমর্থনকারীদের আটক করলো পুলিশ, ধুমধুমার পরিস্থিতি সাগরদিঘী চত্বরে , আটক সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ একাধিক নেতৃত্ব

মোট ১৭ দফার দাবিতে ৯ ই জুলাই সাধারণ ধর্মঘটের ডাক

Read More »