বাণিজ্য সম্মেলনে কলকাতায় এসে পৌঁছলেন জম্বু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। মুখ্যমন্ত্রী হবার পরে প্রথম পশ্চিমবঙ্গ এলেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করবেন।
আজ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কয়েকটি বিষয় প্রতিক্রিয়া দেন।
১) জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে
তিনি বলেন পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। অমরনাথ যাত্রা শুরু হয়েছে। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের দিকে সরকার নজর রাখছে।

২) পহেলগাও আক্রমণের এতদিন পরেও কেন উগ্রপন্থীরা ধরা পরল না কেন তার উত্তরে
ওমর আব্দুল্লাহ বলেন, পাহাড়িপথে অপরাধীদের খুঁজে বের করা অত্যন্ত কঠিন। তাই জন্য সময় লাগছে। অপরাধীরা ঠিক ধরা পড়বে।
৩)যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তু অনুসারে তিনি এই মুহূর্তে কিছু বলতে চাননি। তিনি বলেন সাক্ষাৎকারের পরেই তিনি বিষয় জানাবেন।