শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের শাস্ত্রী নগর এলাকায় কমল চন্দ্র পাল এর বাড়ি ভাড়া নিয়ে গাঁজার কারবার চালাচ্ছিল আশুতোষ বিশ্বাস।
ওই বাড়িতে হানা দিয়ে আশুতোষ বিশ্বাস সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করলো শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ।
ভক্তিনগর থানার কাছে গোপন সূত্রে খবর আসে শাস্ত্রী নগরের কমল পালের বাড়ির ভাড়াটে আশুতোষ বিশ্বাস এর কাছ থেকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে দুই মাদক কারবারি গাঁজা সংগ্রহ করতে আসছে। আশুতোষ বিশ্বাস কোচবিহারের চিকির হাট এলাকার বাসিন্দা। সে কোচবিহার থেকে গাঁজা শাস্ত্রী নগরের ওই ভাড়া বাড়িতে নিয়ে এসে মজুদ রেখেই বিক্রি করে।

গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই
কমল চন্দ্র পালের বাড়িতে অভিযান চালিয়ে আশুতোষ বিশ্বাসের ঘর থেকে গাঁজা হাত বদলের সময় তিন জনকে পকড়াও করে ভক্তিনগর থানার পুলিশ। এই অভিযানে উদ্ধার হয়েছে ১৭ কেজি গাঁজা। এই অভিযানে
মাদক কারবারি আশুতোষ বিশ্বাস সহ ভক্তিনগর থানার পুলিশ উত্তর দিনাজপুরের বাসিন্দা উত্তম সরকার এবং উজ্জ্বল সরকারকে গ্রেফতার করে। ধৃত উত্তম সরকার এবং উজ্জ্বল সরকার গাঁজা কিনতেই আশুতোষের বাড়িতে এসেছিল।
ভক্তিনগর থানার আইসি অমিত অধিকারীর উপস্থিতিতে চলে অভিযান। ধৃত তিনজনকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করবে ভক্তিনগর থানার পুলিশ।