শহরে নয়া আতঙ্ক, বাড়ির বাইরে গাড়ি রাখলেই ভাঙা হচ্ছে কাচ। কে বা কারা ভাঙছে অধরা দুষ্কৃতী ।ভাবছেন শখের গাড়ি বাড়ির বাইরে রাখছেন! সাবধান আপনার গাড়ীও মনে হয় সুরক্ষিত নেই। যে কোনো সময় বাড়ির বাইরে রাখা গাড়ির কাচ ভাঙতে পারে। যেটা বৃহস্পতিবার সকালে হয়েছিল তুফানগঞ্জ পুরসভার ১নং ওয়ার্ডের নিউটাউন মহাদেব বাড়ি রোড এলাকায়।

ঘটনা কে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় তুফানগঞ্জ শহরে।
জানাগিয়েছে গতকাল অর্থাৎ বুধবার পৌর এলাকার স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায় বাড়ির বাইরে রাখা বিশিষ্ট ব্যবসায়ীর গাড়িতে এবং অপর দিকে শহরের অপর একটি জায়গায় একজন সরকারি আধিকারিকের গাড়িতে ভাঙচুর চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। সেই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় শহর জুড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ফের এক ব্যাবসায়ীর গাড়ীতে হামলা। পৌর এলাকার কাবেরী সিনেমা হল সংলগ্ন মহাদেব বাড়ি রোড এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী উত্তম সাহার বাড়ির বাইরে রাখা শখের ছোট চার চাকার গাড়িতে ইট
দিয়ে সজোরে আঘাত করে ভেঙ্গে দেওয়া হয়েছে গারীর সামনের কাঁচ। দুষ্কৃতীর মূল লক্ষ্য বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা ছোট চার চাকার গাড়িগুলোর সামনের কাঁচ। গতকাল এবং আজকে মোট তিনটি গাড়িতে একইভাবে কাঁচ ভেঙে দেওয়া হয়। ইট বা কোন ভারী পাথর জাতীয় বস্তু দিয়ে কাছে আঘাত করে ভেঙে দেওয়া হয় কাঁচ। থানা সূত্রে খবর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।