বাগডোগরা সন্ন্যাসী মোড় এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল একজনের আহত দুজন। জানা গিয়েছে বিহার থেকে আম বোঝাই পিক আপ ভ্যানটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপে থাকার একজনের। ঘটনায় আহত হন পিকাপের চালক ও আরেকজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ক্ষতিগ্রস্ত গাড়ি গুলিকে থানায় নিয়ে যায় পুলিশ।
