ময়নাগুড়ি সাপটিবাড়িতে বাইসনের হামলা। এদিন সকালেই বাইশনটি পার্শ্ববর্তী গরুমারা রামসাই জঙ্গল থেকে বেরিয়ে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি এলাকার গ্রামে ঢুকে পড়ে। বাইসন টিকে দেখতে উৎসুক প্রচুর মানুষের ভিড় জমে যায় এলাকায়। যদিও বাইশন গ্রামে ঢোকার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনায় পৌঁছে যায়। সেইসঙ্গে ময়নাগুড়ি থানার পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছায়। যাতে করে কোন রকম দুর্ঘটনা না ঘটে। বাইশন টিকে জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে বনদপ্তর।
