DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

বাংলা-সিকিম লাইফলাইন থমকে, লিখুভি ও তারখোলায় ধসের জেরে ব্যাহত যোগাযোগ

প্রবল বর্ষণের জেরে আবারও ধস নামল সিকিম-বাংলার প্রধান সংযোগপথে। লিখুভি ও কালিম্পং জেলার তারখোলায় একাধিক জায়গায় ধস নামায় কার্যত সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়েছে বাংলা-সিকিমের যোগাযোগব্যবস্থা। এই দুই পথই ছিল দুই রাজ্যের মধ্যে প্রধান যাতায়াতের মাধ্যম, যা এখন অবরুদ্ধ।
গতকাল রাত থেকে টানা বৃষ্টির কারণে রাস্তায় একাধিক জায়গায় ধস নামে। আজ সকালেও নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘ যানজট তৈরি হয়েছে, বহু মানুষ আটকে রয়েছেন ঘণ্টার পর ঘণ্টা। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।


জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চলছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, সড়ক পরিবহন দপ্তর এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে। এখনও পর্যন্ত বড়সড় কোনও প্রাণহানির খবর নেই। তবে আবহাওয়া দফতর আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা।
স্থানীয়দের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন না থাকলে এই রুট ব্যবহার না করার অনুরোধ প্রশাসনের। বিকল্প রুট ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে যাত্রী ও চালকদের।
এদিকে ধসের কারণে পাহাড়ি অঞ্চলের পর্যটনেও প্রভাব পড়েছে। বহু পর্যটক আটকে পড়েছেন বা ভ্রমণ বাতিল করছেন।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন