বাংলা আবাস যোজনা প্রকল্পে একাধিক অনিয়ম ও গাফিলতির অভিযোগে কড়া পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি পুর নিগম। এই উদ্দেশ্যে বৃহস্পতিবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন পুর নিগমের শীর্ষ আধিকারিক, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা।
বৈঠকে মেয়র জানান, অনেক ব্যক্তি ও সংস্থা সরকারি অর্থ নেওয়ার পরেও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করেননি। সেইসব সংস্থার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। কেউ কেউ টাকা ফেরতও দিয়েছেন বলে জানান তিনি।

মেয়র গৌতম দেব স্পষ্ট করে বলেন, “এই প্রকল্প গরিব মানুষের জন্য। এখানে কোনওরকম দুর্নীতি বা গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রকৃত প্রাপকেরা যাতে প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
বৈঠকে বাংলা আবাস যোজনার বর্তমান অগ্রগতি, নির্মাণাধীন ঘরগুলির অবস্থা, সুবিধাপ্রাপকদের সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মেয়রের কথায়, প্রকল্প দ্রুত শেষ করতে প্রশাসন সমস্ত পদক্ষেপ নিচ্ছে।