ফের এক বাংলার যুবককে আটক করলো হরিয়ানার পুলিশ । জানা গেছে কোচবিহার এক নং ব্লকের জিরানপুর এলাকার বাসিন্দা সিরোজ আলম মিয়া দীর্ঘ পাঁচ বছর ধরে দিল্লির একটি হোটেলে কাজ করতো। গতকাল সন্ধ্যায় তিনি যখন হোটেলের কাজ সেরে নিজের রুমে ফিরছিলেন সেই সময় হরিয়ানার পুলিশ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করার পরে তাকে ধরে নিয়ে থানায় নিয়ে যায় । এরপরেই ওই যুবকের প্রতিবেশীরা কোচবিহারে তার বাড়িতে খবর দিলে শিরোজ আলম মিয়ার বাবা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের দ্বারস্থ হন। আজ সকালে পার্থ প্রতিম রায় শিরোজ আলমের বাবাকে নিয়ে কোচবিহার জেলাশাসক দপ্তরে যান এবং সেখানে গিয়ে অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালা কে তার প্রয়োজনীয় তথ্য দেন।

এ বিষয়ে সিরোজ আলম মিয়া -এর বাবা জাহির উদ্দিন মিয়া বলেন, দিল্লি থেকে বউমার কাছে ফোন আসে সিরোজ আলম মিয়াকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে। বাংলাদেশী এবং বাংলাদেশে ব্যবসা করে এই অভিযোগে। এদিন তিনি বলেন জন্ম থেকেই তিনি এবং তার বাবা ভারতে বসবাস করে আসছে।
প্রাক্তন সংসদ পার্থ প্রতিম রায় বলেন, দিল্লিতে গত ৫ বছর ধরে হোটেলে কাজ করে আসছে সিরাজ আলম। গতকাল কাজ থেকে বাড়ি ফেরার পথে পুলিশ জিজ্ঞাসাবাদ চালায় এবং তাকে পুলিশ আটক করে নিয়ে যায়। বিষয়টি গতকাল রাতেই তাকে জানান। এদিন সকালে জেলা প্রশাসনকে সমস্ত নথী তুলে দেওয়া হয়। অতিরিক্ত জেলাশাসকে সমস্ত বিষয় জানানো হয়। বাংলা বিরোধীতার বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন তিনি।