বাংলাদেশে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে বুধবার রাতে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। সিসি ক্যামেরা বিশ্লেষণ করে সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে। তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে গাজীপুর মহানগরীর বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা গাজীপুর চৌরাস্তা ঈদগাহ মাঠে সাংবাদিক তুহিনের জানাজার নামাজ শেষে মৃতদেহ নিয়ে যাওয়া হয় তাঁর গ্রামের বাড়িতে।সেখানেই তার মরদেহ দাফন করা হয়। জানাজায় বিভিন্ন দলের রাজনৈতিক ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। গাজীপুরের সর্বস্তরের মানুষের মধ্যে এঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশে বিভিন্ন জেলায় সাংবাদিকরা সংগঠনের ব্যানারে মানবন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তারা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।