আধার কার্ড দেখানো সত্ত্বেও বাংলাদেশী সন্দেহে উড়িষ্যায় আটকে রাখার অভিযোগ বাংলার পরিযায়ী শ্রমিকদের।।
কেউ গিয়েছিলো মার্বেলের কাজে কেউ গিয়েছিলো রাজমিস্ত্রি কেউ আবার কাঠের কাজে। রাজ্যের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ থেকে। প্রায় ৮০ জনের বেশি মুসলিম পরিযায়ী শ্রমিক কে বাংলাদেশী সন্দেহে উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপ এ পারাদ্বিপ থানার পুলিশ একটি গোপন জায়গায় ৮২ জন মুসলিম পরিযায়ী শ্রমিক কে তিন দিন ধরে আটকে রেখেছে।

ঠিক মতো খেতে দিচ্ছে না ঠিক মতো ঘুমোতে দিচ্ছে না ঠিক মতো পোশাক পরতে দিচ্ছে না। মহুর্তে মহুর্তে উড়িষ্যা পুলিশ হুমকি দিয়ে যাচ্ছে। তাই আটকে থাকা ৮২ জন শ্রমিক প্রতি মহুর্তে আতঙ্কে আছেন। তাদের আর্জি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কাছে তাঁদের উদ্ধার করে পরিবার প্রিয় জনের কাছে ফিরিয়ে দেওয়া হয় ।