আবারোও গতকাল গভীর রাতে মুর্শিদাবাদের রাণীনগর থানার ইউসুফের বটতলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করে রানীনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা যায় মোহাম্মদ আব্দুল্লাহ, কেতাবুর, কামালউদ্দিন, কালামুদ্দিন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জুয়েল (রানা)এই ৬ জনের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ ও রাজশাহী জেলা এলাকায়। অন্যদিকে ওই ভারতীয় দালালের নাম আসরিল শেখ তার বাড়ি রানীনগর রানীনগর থানা এলাকায়। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় রাণীনগর থানার পুলিশ। তবে কি কারণে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ . অন্যদিকে প্রত্যেক দিনই কিন্তু মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে চলেছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাহলে কি করিডোর হয়ে দাঁড়িয়েছে মুর্শিদাবাদ জেলা উঠছে প্রশ্ন।
