বহিরাগত প্রবেশের অভিযোগে সোমবার উত্তেজনা ছড়াল বালুরঘাট কলেজ চত্বরে। কলেজ পরিচালন কমিটির সভাপতি নতুন দায়িত্ব পাওয়ার পর অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে, তাঁর সঙ্গে থাকা দু-তিনজন বহিরাগত কলেজে ঢুকেছে বলে অভিযোগ ছাত্রদের। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা।
অধ্যক্ষ অবশ্য অভিযোগ খারিজ করে বলেন, “গভর্নিং বডির সদস্যদের সঙ্গে যাঁরা এসেছিলেন, তাঁরাও কলেজের ছাত্র। ছাত্ররা ভুল বুঝেছিল, পরে বিষয়টা পরিষ্কার হয়েছে।”
পরিচালন কমিটির সদস্য প্রতিক রাম মন্ডলও বলেন, “এটা কোনও বড় ঘটনা নয়। ছাত্ররা প্রথমে বোঝেনি, পরে ভুল ভাঙে।”
ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় কলেজে।
