শুধু বামনডাঙ্গা নয়, আশপাশের খয়েরবাড়ি, টুন্ডু এলাকাতেও বানভাসি হয়েছে। বাড়ি ঘর জলের তলায় এবং গবাদি পশুরও মৃত্যু হয় এই বন্যায় । খয়েরবাড়ির অনেকেই এখন ত্রান নয়,শুধু বাধ নির্মান করে দেওয়ার কথা বলছে।যাতে আগামীতে বন্যা হলেও ভিটে মাটি বাচানো সম্ভব হয়।

একজন কাতর আবেদন করেন , আগামী ২৫ অক্টোবর মেয়ের বিয়ে,বন্যায় টাকা পয়সা,নথি থেকে শুরু করে সব খুইয়েছেনা।এদিন বন্যায় ক্ষতিগ্রস্থরা জানান, সকালে উঠে দেখেন তাদের ঘরে জল ঢুকে পড়েছে তারা চান তাদের এলাকায় যাতে স্থায়ী বাঁধ নির্মান করা হয় এবং ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামত করে দেওয়া হয় ৷
অপর এক বাসিন্দা জানান, রাত প্রায় তিনটা নাগাদ এলাকায় জল প্রবেশ করে। কোনমতে এলাকা ছেড়ে পালিয়ে প্রানে বাচেন তারা ৷ এদিন তিনিও সরকারের কাছে আবেদন করেন যাতে স্থায়ী বাঁধ নির্মান করে দেওয়া হয়।