বন্যা ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে মঙ্গলবার সকালে মহিষকুচি ও ফলিমারী অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন তুফানগঞ্জ ২ ব্লক যুব সভাপতি মহেশ বর্মন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তিনি আর্থিক সাহায্য প্রদান করেন। তাঁর এই উদ্যোগে খুশি এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম শেখ ও আলম শেখ বলেন, “প্রাকৃতিক দুর্যোগে আমাদের গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ছিল।

ফোনে বিষয়টি জানানো হলে যুব তৃণমূল সভাপতি মহেশ বর্মন দ্রুত এলাকায় এসে আমাদের পাশে দাঁড়ান এবং আর্থিক সহায়তা করেন।”ব্লক যুব সভাপতি মহেশ বর্মন জানান, “আমরা সব সময় সাধারণ মানুষের পাশে আছি। আজ সকালে যুব ও মহিষকুচি অঞ্চল নেতৃত্বদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেছি। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচ্ছল না থাকলেও অতি দ্রুত তা স্বাভাবিক করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের দাবি মেনে বাদ নির্মাণ করা হবে। যেসব পরিবারের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাংলা আবাস যোজনার মাধ্যমে ঘর দেওয়ার ব্যবস্থা করা হবে।”