কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সংকোশ নদীর জলবৃদ্ধিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল তুফানগঞ্জ-২ ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারী এলাকা। আকস্মিক বন্যায় ডুবে যায় ঘরবাড়ি, নষ্ট হয় ক্ষেতের ফসল, ভেসে যায় গবাদি পশুর খাদ্য, ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা। কয়েকদিন ধরে জলবন্দি অবস্থায় দুর্ভোগে ছিলেন সাধারণ মানুষ।
তবে সেই অন্ধকারে এখন দেখা দিয়েছে আশার আলো। বৃহস্পতিবার পূর্ব ফলিমারী পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে আয়োজিত হয় সরকারি ত্রাণ বিতরণ অনুষ্ঠান।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তুফানগঞ্জ-২ এর বিডিও দালাকি লামা, পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বিতরণ করা হয় চাল, ডাল, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, কম্বল, জামাকাপড়, ধুতি ও শাড়ি। সহায়তা পেয়ে মুখে হাসি ফুটেছে বন্যাকবলিত মানুষের।
এছাড়াও এলাকায় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছিলো, যাতে জলবাহিত রোগের সংক্রমণ রোধ করা যায়।
প্রশাসনের সক্রিয় ভূমিকা ও দ্রুত ত্রাণ তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পূর্ব ফলিমারীর জনজীবন। বন্যার তীব্র ক্ষত এখনো কাটেনি, কিন্তু সরকারি সহায়তার হাতছানি গ্রামবাসীর মনে জাগিয়েছে নতুন আশার আলো—পুনর্গঠনের স্বপ্নে ভর করছে এই গ্রামীণ জনপদ।