বন্ধ মধু চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ গ্ৰহণ করল কালচিনি সহযোগ ফাউন্ডেশন।
পুজো চলে এসেছে সবার পুজোর নতুন কাপড় হয়েছে কিন্ত বন্ধ চা বাগানের শ্রমিকদের নতুন কাপড় হয়নি মন খারাপ বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের।

এমত অবস্থায় তাদের পাশে এসে দাড়ালো কালচিনি সহযোগ ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে এই বন্ধ মধু চা বাগানের শ্রমিকদের নতুন বস্ত্র প্রদান করা হল। বাগানের প্রায় ২০০ অধিক ছেলেমেয়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।