বনদপ্তরের জমি দখল করে বহুতল নির্মাণ। মোটা টাকার বিনিময়ে মালিকানা হাত বদলের অভিযোগ উঠছে বাজার পরিচালন সমিতির বিরুদ্ধে। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে বাজার পরিচালন সমিতি অবৈধভাবে বনদপ্তরের চোখের সামনেই দোকানের মালিকানা বদল করছে। বনদপ্তরের জমি দখল করে গড়ে উঠছে নির্মীয়মান পাকা বিল্ডিং। তুফানগঞ্জ-২ ব্লকের নাগুরহাট বিটের বনাঞ্চল এলাকায় এভাবেই বনদপ্তরের জমি দখল করে দিনের পর দিন একাধিক দোকানপাট গড়ে উঠছে বলে অভিযোগ। অথচ হুঁশ নেই বনদপ্তরের। জানিয়ে খোব ছড়িয়েছে নাগুরহাট বাজার ব্যবসায়ীদের মধ্যে।

জানা যায়, তুফানগঞ্জ থেকে রসিকবিল পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে নাগুরহাট বনাঞ্চল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে বাম আমলে অস্থায়ী ছোট দোকান খোলার ছাড়পত্র দিয়েছিল বনদপ্তর। তবে বছর কুড়ি পর এখন বদলেছে পরিস্থিতি। কিছু ব্যবসায়ী ওই দোকানগুলিতে ব্যবসা চালিয়ে গেলেও অধিকাংশ দোকানের মালিকানা হাত বদল হয়েছে বলে অভিযোগ। এদিকে মালিকানা হাত বদলের পরেই সেই ব্যবসায়ীরা পাকা বিল্ডিং তৈরি করছে বলে অভিযোগ। বনদপ্তরের সরকারি জমি দখল করে এইভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করা যায়? যা নিয়ে রীতিমত প্রশ্ন তুলেছেন নাগুরহাটের ব্যবসায়ীরা।ফলে সাধারণ ব্যবসায়ীরা ভয়ে মুখ খুলতে চান না । তবে তৃণমূল পরিচালিত নাগুরহাট বাজার পরিচালন কমিটি টাকার বিনিময়ে রাস্তার পাশে বনদপ্তরের জমিতে তৈরি দোকানগুলির মালিকানা হাত বদলে নতুন দোকান তৈরিতে মদত দিচ্ছে । আর এই সুযোগকে কাজে লাগিয়ে বনদপ্তরের জমিতে গড়ে উঠছে একের পর এক দোকান। বনদপ্তর সব জেনেও নীরব ভূমিকা পালন করছে বলে একাংশ ব্যবসায়ীদের অভিযোগ। এ ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত বলে জানান ব্যবসায়ীরা।
ব্যবসায়ী সমিতির সভাপতি বিনোদবিহারী সেন বলেন, হাত বদল হতে হতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বাজারের বাইরে দোকান হওয়ায় ব্যবসার ক্ষতি হচ্ছে বলে জানান তিনি। গোটা বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।
নাগুরহাট ব্যবসায়ী পরিচালন সমিতির সভাপতি মহিরউদ্দিন আহমেদ বলেন, বাজার উন্নয়ন কল্পে কিছু টাকা নিয়ে সাদা কাগজে লিখিত দেওয়া হচ্ছে শর্ত সাপেক্ষে।যে নির্মান হচ্ছে তা তার অজান্তেই হচ্ছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
যদিও এ ব্যাপারে কোচবিহার এক রেঞ্জের অন্তর্গত নাগুরহাট বিটের বিট অফিসার তপন নার্জিনারি বলেন, বিষয়টি শোনা মাত্রই সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বলে জানান তিনি।