বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া জঙ্গলের শিঙিঝড়া টাওয়ার এলাকায় প্ল্যান্টেশনের কাজ করার সময় বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু গুরুতর আহত মহিলা সহ তিনজন। আলিপুরদুয়ার জেলা হাসপতালের চিকিৎসাধীন।
বুধবার সকালে ছিপড়া বনবস্তির অন্যান্যদের সঙ্গে এলাকার জঙ্গলে প্ল্যান্টেশনের কাজ করতে গিয়েছিলেন বনবস্তির বাসিন্দা তপন রাভা ,

ইন্দ্রজিৎ রাভা, বিশ্বজিৎ রাভা ও জোৎস্না রাভা সহ আরো প্রায় ৬০ জন শ্রমিক। এদিন দুপুর নাগাদ হঠাৎ তাদের ওপর বজ্রপাত হয়। ঘটনাস্থলেই তপন রাভা নামে এক শ্রমিকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন ইন্দ্রজিৎ রাভা, বিশ্বজিৎ রাভা ও জোৎস্না রাভা নামে তিনজন শ্রমিক। তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপতালের পরবর্তীতে আলিপুরদুয়ার জেলা হাসপতালের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বর্তমানে তারা আলিপুরদুয়ার জেলা হাসপতালের চিকিৎসাধীন। চোখের সামনে বজ্রপাতের বিকট শব্দ ও অসম্ভব আলোর ঝলকানিতে আতঙ্কে থারকম্প আহত সহ অন্যান্য শ্রমিকরা। সমগ্র ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে।