ফের বাংলার আকাশে দুর্যোগের মেঘ? ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর আজ এবং কাল দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ বেশ কয়েকটি জেলায় বঙ্গোপসাগরের নিম্নচাপে জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর পাথরপ্রতিমা কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ সহ সুন্দরবনের বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং।

মৎস্যজীবীদের মৎস্য শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্য দপ্তরের তরফ থেকে। গঙ্গাসাগর কোস্টাল থানা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং মৎস্যজীবীদের মৎস্য শিকারের উদ্দেশ্যে যেতে নিষেধ করা হচ্ছে মাইকিং এর মাধ্যমে। সকাল থেকে বৃষ্টির দেখা না পাওয়া গেলেও কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ।