DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

বকেয়া মেটানোর দাবিতে জলপাইগুড়ির পিএইচই দপ্তরের দ্বারস্থ ঠিকাদাররা

জল জীবন মিশন প্রকল্পের কাজ করেও বকেয়া টাকা পাচ্ছেন না জলপাইগুড়ির পিএইচই দফতরের ঠিকাদাররা। জল বন্ধ করে দেবার হুশিয়ারি ঠিকাদারদের। বকেয়া টাকার পরিমাণ প্রায় তিনশো কোটি টাকা দাবি ঠিকাদারদের।বকেয়া টাকার দাবিতে জলপাইগুড়ি ক্লাব রোডের জনস্বাস্থ্য কারিগরি দফতরে অবস্থান বিক্ষোভে শামিল হলেন পিএইচ ইঞ্জিনিয়ার কনট্রাকটস ওয়েলফেয়ার আসোসিয়েশনের ঠিকাদাররা। দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে বকেয়া টাকা দ্রুত প্রদান করার দাবি তুললেন ঠিকাদাররা। কেউ তিনবছর আবার কেউবা দুবছর ধরে জল জীবন মিশন প্রকল্পের গ্রামগঞ্জের বিভিন্ন কাজ করেছেন। কোনও কাজ শেষের দিকে আবার কোনও কাজ সম্পূর্ণ হয়েছে দাবি ঠিকাদারদারদের। কিন্তু বিল এখনও পায়নি ঠিকাদারদার। বার বার বকেয়া বিলের দাবি জানানোর পরেও কাজ হয়নি। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ঠিকাদারদারদের। বাধ্য হয়ে রাজ্য জুড়ে পিএইচই দফতরের ঠিকাদাররা বিক্ষোভে সামিল হয়েছেন বলে দাবি।


এ দিন জলপাইগুড়ি ঠিকাদার অসীম গুপ্ত বলেন, “আমরা দীর্ঘদিন থেকে বকেয়া বিল পাচ্ছি না। আমাদের সবার আর্থিক সমস্যায় মধ্যে পরতে হয়েছে। এভাবে চলতে থাকলে কাজ বন্ধ করতে বাধ্য হব আমরা। কারণ এভাবে বিল না পেয়ে কাজ চালিয়ে যাওয়া যাচ্ছে না। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা আমাদের কর্মীদের পুজোর আগে টাকা দিতে পারছি না। ব্যাঙ্ক থেকে লোন নিয়্র কাজ করেছি ব্যাঙ্ক আমাদের চাপ দিচ্ছে।আমাদের দাবি না মিটল্র আমরা পুজোর পর জল বন্ধ করে দিতে বাধ্য হব।।
জলপাইগুড়ির ২০০-২৫০ জন ঠিকাদার এই কাজের সাথে যুক্ত এক বছর ধরে আমরা টাকা পাচ্ছি না।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন

পঞ্চানন বর্মার মূর্তি উপড়ে ফেলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে কোচবিহারে শহরে বিক্ষোভ রাজবংশী ঐক্যমঞ্চের

কোচবিহারে মনীষী পঞ্চানন বর্মার মূর্তি উপড়ে ফেলার প্রতিবাদে ও তদন্ত

Read More »