DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

বকেয়া পাওনার দাবিতে শিলিগুড়িতে আন্দোলনে পিএইচই ঠিকাদাররা

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (PHE) অধীনে চলা বিভিন্ন জল সরবরাহ প্রকল্পে দীর্ঘদিন ধরে পেমেন্ট না পাওয়ার অভিযোগে এবার কড়া পদক্ষেপে নামল ঠিকাদারদের সংগঠন। শিলিগুড়ি PHE কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
এই কর্মবিরতির মূল কারণ, কেন্দ্রীয় সরকারের ‘জল জীবন মিশন’ (JJM) সহ অন্যান্য গ্রামীণ জল প্রকল্পে কাজ করে মাসের পর মাস পার হয়ে গেলেও রাজ্য সরকারের তরফে যথাযথ পেমেন্ট না আসা। সংগঠনের অভিযোগ, লক্ষ লক্ষ টাকার কাজ শেষ করার পরও শত শত ঠিকাদার এখনও তাঁদের প্রাপ্য অর্থ পাননি। এর ফলে আর্থিক সংকটে পড়েছেন বহু ঠিকাদার, বাধ্য হয়ে কাজ বন্ধ রেখেছেন অনেকে।


সংগঠনের তরফে জানানো হয়েছে, বারংবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও তাতে কোনো সুরাহা মেলেনি। তাদের অভিযোগ, একাধিক বার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও মেলেনি নির্দিষ্ট প্রতিশ্রুতি বা সময়সীমা। সংগঠনের এক সদস্য বলেন, “আমরা জল জীবন মিশনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে নিরলসভাবে কাজ করেছি। কিন্তু এতদিন পার হয়ে গেলেও কোনও অর্থ পাওয়া যায়নি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, অনেক ঠিকাদার ব্যক্তিগতভাবে ঋণ নিয়ে কাজ চালিয়েছেন। এখন সেই টাকা মেটানোর উপায় নেই।” এই পরিস্থিতিতে শিলিগুড়ি থেকে উদ্যোগ নিয়ে রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে সংগঠন। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলমান PHE প্রকল্পগুলিতে কার্যত অচলাবস্থা তৈরি হতে চলেছে বলে আশঙ্কা।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কর্মবিরতির ফলে গ্রামীণ জল সরবরাহ ব্যবস্থার উপর প্রভাব পড়তে পারে। জল জীবন মিশনের মতো প্রকল্পে বিলম্বিত বাস্তবায়ন সাধারণ মানুষকেই সমস্যায় ফেলতে পারে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন

মুখ্যমন্ত্রীর সভাস্থলের উল্টো দিকে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শিলিগুড়ি আদালতের আইনজীবিদের

তিনদিনের উত্তরবঙ্গ সফরে সোমবার শিলিগুড়িতে পৌঁছালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Read More »

তুফানগঞ্জ ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে

পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের বাড়ির আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ, অভিযোগের তীর

Read More »