ফের হয়রানির শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা , অভিযোগ তুলে বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। এদিন তিনি জানান,কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের বেশ কিছু মানুষ দীর্ঘদিন ধরে দিল্লীর অদূরে হরিয়ানার গুরুগ্রামে শ্রমিকের কাজ করে। গতকাল রাতে তাদের মধ্যে একজন পার্থপ্রতিম রায়কে ফোন করে জানান পশ্চিমবঙ্গের মানুষ বলে বাংলাদেশী সন্দেহে তাদেরকে থানায় তলব করছে।

ভোটার কার্ড, আধার কার্ড দেখানো সত্ত্বেও তাদের হয়রানি বন্ধ হচ্ছে না। পুলিশ তাদের বলছে এসব জাল,ফেক। বাড়ি থেকে রেশন কার্ড না হলে পুরোনো জমির কাগজ নিয়ে আসার ফরমান দিচ্ছে। তারা সকলেই উদ্বিগ্নে । তাদের আর্জি বিষয়টি নিয়ে যাতে তাদের সহযোগিতা করা হয় । তিনি তাদের অনেককেই ব্যক্তিগতভাবে চিনেন বলেও এদিনের সাংবাদিক বেঠকে জানান । তারা কেউ রাজবংশী, কেউ বা নস্যশেখ মুসলমান কেউ বা ভূমিপুত্র।তাদের সমস্ত তথ্য নিয়ে প্রশাসনের দারস্থ হবেন। প্রয়োজনে তাদের সহযোগিতার জন্য দলের সাথে কথা বলে গুরুগ্রামেই পৌঁছবেন বলেও জানান পার্থপ্রতিম রায়। পাশাপাশি এদিন তিনি জানান এই ধরনের বিদ্বেষ এর আগে কখনো দেখা যায় নি।