ফের সাফল্য কোতোয়ালি থানার পুলিশের, প্রচুর পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার এক। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কোচবিহার শহরের রাসমেলা মাঠ সংলগ্ন এলাকায় একটি ছোট গাড়ি আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২৪ কেজি ৬২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয় প্রশান্ত বর্মন ওরফে ভুট্টু নামে এক ব্যক্তিকে।

ধৃত ব্যক্তি কোচবিহার ১নং ব্লকের আকরা হাটের মাঘপালা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ সুপার ডিআইবি বিনোদ গাজমের, কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এ প্রসঙ্গে বিনোদ গাজমের জানান, অনুমান করা হচ্ছে ধৃত ব্যক্তি গাজা গুলো নিয়ে নিউ কোচবিহার স্টেশনের দিকে যাচ্ছিল। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।