ফের হার ছিনতাইয়ের ঘটনা ঘটল রায়গঞ্জ শহরে। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রৌঢ়া ডলি দাস , বাড়ি বীরনগর এলাকায়। রাত আনুমানিক পৌনে ১১টা নাগাদ রায়গঞ্জ থানার দ্বারস্থ হন তিনি।
তার অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় টোটো করে রবীন্দ্রপল্লীতে আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। টোটো থেকে নামার মুহূর্তে হঠাৎ বাইকে করে পিছন দিক থেকে আসে দুই দুষ্কৃতী। আচমকাই তার গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দেয় তারা। ঘটনার কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা বাইকে চেপে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ডলি দেবী।