কোচবিহার ভবানীগঞ্জ বাজারে ফের চাঙ্গর খসে পড়ার ঘটনায় গুরুতর আহত হল ভবানীগঞ্জ বাজারের ১ দোকান কর্মচারী। আহত ওই দোকান কর্মচারীর নাম কৃষ্ণ কুমার জয়শওয়াল। সোমবার সকালে ব্যাস্ততম কোচবিহার ভবানীগঞ্জ বাজারের এই ঘটনায় চাঞ্চল্য ছাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই দোকান কর্মচারী প্রতিদিনের মতো এদিনও তার দোকান খুলে দোকানের বাইরে রাস্তার দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎই তার মাথায় চাঙ্গর খসে পড়ে এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে ।

তড়িঘড়ি অন্যান্য ব্যাবসায়ীরা তাকে নিয়ে যায় কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং সেখানে তাকে চিকিৎসা করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে আহত ব্যবসায়ী কৃষ্ণ কুমার জয়শওয়াল জানান চাঙড় খসে পড়ায় তিনি মাথা সহ শরীরের একাধিক জায়গায় আঘাত পান। মাথায় তার সেলাই পড়েছে বলে জানান তিনি ।
আর এক ব্যবসায়ী নিত্যানন্দ রায় জানান ,বাজারের বিল্ডিং ভালো নয়,এদিন তিনি আহত কৃষ্ণ গোপাল জয়সয়ালকে হাসপাতালে নিয়ে যান।