ময়নাগুড়ি ব্লকে ফের ব্যাংক একাউন্ট থেকে টাকা গায়েব। হ্যাকারদের ফাঁদে পা, ব্যাংক একাউন্ট থেকে মোটা অংকের টাকা উধাও।
ময়নাগুড়ি ব্লকের উত্তর ভূসকারডাঙ্গা জল্পেশ মন্দির এলাকার যুবক প্রণব রায়ের গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার অবদি এক লক্ষ ৮৯ হাজার, ৯৯৮ টাকা খোয়া গেছে।
উত্তর ভাস্কারডাঙ্গা জল্পেশ এলাকার প্রতারিত যুবক প্রণব রায় জানান, তার ময়নাগুড়ি ব্লকের দোমহনি এলাকার একটি ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে। সেই একাউন্টে ছিল মোটা অংকের টাকা। আর সেই টাকাই ব্যাংক একাউন্ট থেকে ধাপে ধাপে উধাও। কাল বিষয়টি বুঝতে পারিনি, কোন এস.এম.এসও আসেনি। আজ সকাল থেকেই বারংবার টাকা কেটে নেওয়ার এস এম এস আসা শুরু করেছে। এস.এম.এস দেখেই হতবাক, সঙ্গে সঙ্গেই ব্যাংকে গিয়ে বিষয়টি জানালে ব্যাংক কর্তৃপক্ষ একাউন্টটি বন্ধ করে দেয়। আমার সাথে এই ঘটনা হওয়ার পর আমি খুবই চিন্তিত, কারন সেই টাকা গুলো আমার নিজস্ব কষ্টের টাকা বলে জানান।

অন্যদিকে ব্যাংক মারফত জানা যায় , এই সব ঘটনা বেশিরভাগই হচ্ছে সাধারণ মানুষের সচেতনতার অভাবে। এটি কোন হ্যাকারের কর্মকাণ্ড। কোন কারনে হ্যাকারদের ফাঁদে পা দিয়েছে ওই যুবক। তা না হলে ব্যাংক একাউন্ট থেকে ব্যাংক একাউন্ট এর মালিকের অনুমতি ছাড়া কখনোই টাকা অন্য একাউন্টে যাবে না।
এই বিষয়ে এদিন ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করলেন প্রতারিত যুবক প্রণব রায়, সেই সঙ্গে তিনি জানিয়েছেন জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত ভাবে অভিযোগ জানাবেন।