পাহাড়ে বৃষ্টি তাই সন্ধ্যা নাগাদ হঠাৎ হরপা দেখা যায় পাহাড়ি নদী মাল ও নেওড়া নদীর সংযোগস্থলে। আর সেসময় একটি ট্রাক্টর নদী পার হচ্ছিল। কিন্তু হরপা আসার কারণে ডুবে যায় ট্রাক্টরটি। স্রোত এতটা ছিল যে রীতিমতো উল্টে যায় ট্রাক্টরটি। এরপর জল কিছুটা কমতেই জেসিবির সাহায্যে উদ্ধার করা হয় ট্রাক্টরটিকে। তবে হরপার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাক্টরটি।

এদিকে হরপার সময় ট্রাক্টরটি ডুবে যাচ্ছিল এই খবর ছড়িয়ে পড়তেই নদীর দুধারে প্রচুর মানুষ ভিড় জমায়।পাশাপাশি বুধবার বিকেলে জলঢাকা নদীতেও হরপা দেখা যায়। উল্লেখ্য গত ২২ শে জুলাই সুখানি নদীতেও দেখা যায়। সেসময় নদীর মাঝে তিনজন আটকে পড়েন। পরবর্তীতে জেসিবি দিয়ে তাদের উদ্ধার করা হয়।