ফের তিস্তা সেতুতে ট্রেনের চেন টানার ঘটনা জল্পেশের মন্দিরের পুণ্যার্থীদের। তবে এই ঘটনায় অভিযুক্ত তিন জন কে গ্রেপ্তার করলো জলপাইগুড়ি রোড স্টেশনের আর পি এফ। জানা গেছে রবিবার আলিপুরদুয়ার থেকে কলকাতা গামী তিস্তা তোর্ষা এক্সপ্রেস যখন তিস্তা সেতুর ওপর দিয়ে যাচ্ছিলো ঠিক সেই সময় ট্রেনের চেন টেনে সেতুর ওপর দাঁড় করিয়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে আসে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ। আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানানা গত রবিবারও সেতুর ওপর এই ঘটনা ঘটেছিলো।এদিন আবারও ওই ঘটনার পুনরাবৃত্তি। এদিন দীপঙ্কর সরকার, সম্রাট দাস এবং নন্দন সরকার নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বাসিন্দা।