ফের জল ছাড়ল ডিভিসি।আগের তুলনায় জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি।মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে 57 হাজার 330 কিউসেক জল ছাড়া শুরু করলো ডিভিসি।এদিন মাইথন থেকে 22 হাজার 562 কিউসেক এবং পাঞ্চেত থেকে 34 হাজার 768 কিউসেক জল ছাড়া শুরু হল।নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি।
