হাসিমারা এলাকায় ফের একবার চুরির ঘটনা ঘটল। হাসিমারা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা দীপক বিশ্বকর্মা বাড়িতে চুরির ঘটনা ঘটে। দীপক বিশ্বকর্মা ও পরিবারের সদস্যরা চিকিৎসা জন্য বাইরে গেছে আর এই সূযোগে চোর তাদের বাড়িতে প্রবেশ করে আলমারি লকার ভেঙ্গে সর্বস্ব নিয়ে চম্পট দেয়। জানা গেছে বাড়ির সমস্ত দামি জিনিস, গহনা সব চুরি গিয়েছে এদিন সকালে দীপক বিশ্বকর্মা প্রতিবেশি ও তার আত্মীয়রা বুঝতে পারে চুরি হয়েছে। দীপক ও তার পরিবারের সদস্যরা বাইরে থাকায় কি কি জিনিস চুরি হয়েছে তা জানা যায়নি।
