SIR আবহে বাংলায় এলো আসাম থেকে NRC নোটিশ, উদ্বেগে নদীয়ার দুই পরিবার। দেশজুড়ে SIR এর আবহে আসাম থেকে NRC নোটিশ আসাকে কেন্দ্র করে শুরু চাঞ্চল্য। এবারে সুদুর আসাম থেকে NRC র নোটিশ এলো নদীয়ায়,আর যা ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর ২নং ব্লকের ধুবুলিয়া থানার সোনাডাঙা মাঝের পাড়া এলাকায়।

জানা যায় এলাকার সঞ্জু শেখ ও আরসাদ সেখ নামক দুই যুবকের বাড়িতে চলতি মাসের ৩ তারিখে একটি কাগজ আসে, অসামীয়া ভাষায় লেখা থাকায় পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারেনি, পরবর্তী সময়ে কাগজটি নিয়ে এলাকার জনপ্রতিনিধীদের দেখালে তারা জানায় এটি আসাম থেকে NRC র নোটিশ,, শুনেই মাথায় আকাশ ভেঙে পরে সঞ্জু ও আরসাদ শেখ ও তার পরিবারের সদস্যদের। জানা যায় গত পনেরো বছর আগে এলাকায় বেশ কিছু যুবক আসামে পরিযায়ী শ্রমিক হিসেবে আসামে কাজে গিয়েছিল তাদের সাথে এই সঞ্জু ও আরসাদ শেখও কাজে গিয়েছিল, কিন্তু সঞ্জু সেখ একমাস ও আরশাদ পনেরো দিন কাজ করে চলে আসে,। তার দীর্ঘ এতোদিন পর কিভাবে এই নোটিশ এলো তা নিয়ে উদ্বেগে সকলেই।