ফের আলাদা রাজ্যের দাবীতে সরব হল KLO চিফ জীবন সিংহ। বৃহস্পতিবার নিজের গোপন ডেরা থেকে ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। এদিন তিনি জানান, কলকাতা সরকার তাদের জাতি মাটির সরকার নয়। এই কলকাতা সরকার অসংবিধানিকভাবে, অবৈধভাবে, জবরদস্তি সংবিধানিক “গ” শ্রেণীর কোচবিহার রাজ্যকে দখল করে রয়েছে। কোচ কামতাপুরবাসীর উপর ব্যাপকভাবে লুটপাট চালাচ্ছে। বাংলাদেশীদের অনুপ্রবেশ করিয়ে এখানেই ভূমিপুত্র কোচ রাজবংশীদের সংখ্যালঘুতে পরিণত করছে। এই কলকাতার সরকার কোচ রাজবংশীদের ধ্বংস করছে । এই সরকার পরিকল্পিতভাবে কোচ রাজবংশীদের উপর দলীয় সন্ত্রাস ও পুলিশি সন্ত্রাস চালাচ্ছে। তারা কঠোর কোচ রাজবংশী বিদেশী এবং রাজবংশীদের চরম শত্রু। কোচ রাজবংশীরা আর চায়না কলকাতা কেন্দ্রিক এই সরকারের নিয়ন্ত্রণে থাকতে। এদিন তিনি কোচ রাজবংশীদের চারটি ধর্ম বর্ণ নির্বিশেষে কোচ রাজবংশী, আদিবাসী, গোর্খা, নষ্য শেখ , বাঙালি সহ অন্যান্য জাতিক জনগোষ্ঠীদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান। (জীবন সিংহ)
যদিও জীবন সিংহের এই ভিডিও বার্তা প্রসঙ্গে কোচবিহারে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় । এদিন তিনি বলেন, নির্বাচন যখন ঘনিয়ে আসে তখনই কে এলো চিপ জীবন সিংহ বক্তব্য দেন, এছাড়া তাকে বক্তব্য দিতে দেখা যায় না। তিনি কথায় কথায় কোচ রাজবংশী কামতাপুরীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন, কলকাতা সরকারের প্রতি বিষদগার করেন, জাতি মাটি ভূমির কথা বলেন, কিন্তু সম্প্রতি দিনহাটার বাসিন্দার উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকারের দেওয়া NRC নোটিশ প্রসঙ্গে কোনো কথাই বলেননি। আসলে তিনি বিজেপির এজেন্টে পরিণত হয়েছেন। বিজেপির আশ্রয়ে রয়েছেন। তাই বিজেপি লিখে দেওয়া স্ক্রিপ্ট তিনি আউড়াচ্ছেন। জীবনসঙ্গের যা উদ্দেশ্য তা উপলব্ধি করা জাতীয়। তাই তিনি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে উঠছেন।
বিজেপি নেতা উৎপল রায় বলেন, বিজেপি নোংরা রাজনীতি করে না। বিজেপি কোন ইন্ধন জোগাচ্ছে না বলে দাবী করেন তিনি।