ফালাকাটা সুভাষ পাঠাগার শহর গ্রন্থাগার নোটিশ ঝুলিয়ে বন্ধ করে দেওয়ায় বিক্ষোভ দেখালো পাঠকরা l পাঠকদের অভিযোগ নিয়মিত এবং সময় মত এই গ্রন্থাগারটি খোলা হয় না, এবং কবে বন্ধ কবে খোলা সেই বিষয়টি যদি আগে থেকে জানানো হয় তবে পাঠকদের সুবিধা হয় কারণ পাঠকরা বহু দূর-দূরান্ত থেকে আসে, সামনেই রয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষা সেই কারণেই এখন অনিবার্য কারণবশত এটি বন্ধ করে রাখলে তাদের চাকরির পরীক্ষায় অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ এখানে বসে তারা পড়াশোনা করে l

পরিচালন কমিটির সভাপতি অজিত দে সরকার বলেন, চারজন কর্মীর মধ্যে দুইজন কর্মী অবসর গ্রহণ করেছেন এবং যেই দুজন কর্মী রয়েছেন তারা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় বাধ্য হয়েই বন্ধ রাখতে হল l